সিসি ডেস্ক ।। সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা কাটল। বয়স কয়েকদিন কম থাকায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেননি তাদের আবারও আবেদনের সুযোগ দেয়া হয়েছে। একই সাথে সরকারি স্কুলের আবেদনের সময় ৭দিন বাড়ানো হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সরকারি স্কুলগুলোতে অনলাইন আবেদনের সুযোগ পাবেন। আর ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে।
শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।