
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের নবাবগঞ্জে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসস্থানের লক্ষে ২ জন ব্যাক্তিকে মালামাল সহ দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দোকান ঘর বিতরণ ও চাবি হস্তান্তর করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন