সিসি নিউজ ।। শুক্রবার (২২ জানুয়ারি) সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার একটি এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালের কন্ঠ শুভ সংঘের নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর দক্ষিণপাড়া হাফেজিয়া এতিমখানায় ওই কম্বল বিতরণ করা হয়।
বেলা ১১টায় ওই এতিমখানা চত্বরে কালের কন্ঠ শুভ সংঘের নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্ উপস্থিত থেকে ছাত্রদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় কালের কন্ঠ শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, বড় হাশিমপুর দক্ষিণপাড়া হাফেজিয়া এতিমখানার মোহতামিম (প্রধান মুদ্দারেছ) হাফেজ মো. আনোয়ারুল ইসলাম,সদস্য ও ছাত্ররা উপস্থিত ছিলেন। ওই দিন এতিমখানার ২৫জন ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।