• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯ হাতি দিয়ে চাঁদাবাজির দায়ে দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড খানসামায় ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিলো দূর্বৃত্তরা ফুলবাড়ীতে বৈশাখী মঞ্চে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন পৌর মেয়র নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তি কারাগারে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপজেলা পরিষদ নির্বাচন: প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর ভাইসহ তিনজনকে অপহরণ ইরানের ওপর মার্কিন হামলার অনুমতি দিচ্ছে না উপসাগরীয় দেশগুলো নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

নবাবগঞ্জে বিলবোর্ড-শুভেচ্ছা পোষ্টারে ছেয়ে গেছে এলাকা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ ।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের শুভেচ্ছা বিলবোর্ড ও পোষ্টারে ছেয়ে গেছে এলাকা। সরোজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম পাড়া,মহল্লা, রাস্তার মোড়ে মোড়ে শিক্ষিত, লেখাপড়া জানে না এমন অনেকে সম্ভব্য প্রার্থী হিসাবে শুভেচ্ছা দোয়া চেয়ে পোষ্টার ও বিলবোর্ড দিয়েছেন। এ বিষয়ে কথা হয় বিলাবোর্ড পোষ্টার লাগানো উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিনহাজুল ইসলামের সাথে তিনি বলেন- আমি ২০১১ সালে নির্বাচনে স্থানীয় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলাম এবং সুনামের সহিদ আমি আমার সময় পার করেছি। আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবো তাই ইউনিয়নের জনসাধারনের কাছে পরিচিত হওয়ার জন্য দোয়া চেয়ে বিলবোর্ড পোষ্টার লাগিয়েছি। ৭নং দাউদপুর ইউনিয়নের বিএনপি‘র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার ফারুক বকুল বলেন-আমি দীর্ঘদিন উপজেলার দাউদপুর ইউপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এলাকায় পরিচিতির জন্য পোষ্টার লাগিয়েছি। আমাকে বিএনপি থেকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ ব্যাপক ভোটে নির্বাচিত হবো। ৩নং ইউপি‘র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বলেন-আমি প্রথমবার নির্বাচন করবো তাই পরিচিত হওয়ার জন্য পোষ্টার লাগিয়েছি। ২নং বিনোদনগর ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফতাবুজামান প্রিন্স বলেন আমার বাবা মরহুম আমজাদ আলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হলে আমি নির্বাচনের জয়লাভ করবো। ৫নং পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বলেন- আমি নির্বাচন করবো তাই দোয়া চেয়ে পোষ্টার লাগিয়েছি ।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হক বলেন, নির্বাচনের তপশীল ঘোষনা পরে বিলবোর্ড-পোষ্টার অপসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ