• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

বিহারি ক্যাম্পে মেয়র আতিকুলের কুশপুত্তলিকা দাহ

সিসি ডেস্ক ।। মিরপুরে বিহারি ক্যাম্পের একাংশ উচ্ছেদের প্রতিবাদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুত্তলিকা দাহ করছেন বিক্ষুব্ধ বিহারিরা।

বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুরের-১১ এভিনিউ’র ৪ নম্বর রোডে বড় মসজিদের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণঅনশনে বসেন বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ বিহারিরা।

আপিল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে এই কর্মসূচি শুরু করেন তারা।

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি মিরপুর শাখা ও মিরপুর নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যোগে এ গণঅনশন পালিত হচ্ছে। তাদের বসার পরপরই স্থানীয় বিহারিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘আগামী ২ মে পর্যন্ত আপিল বিভাগের স্থিতাবস্থা থাকা সত্বেও অবৈধভাবে আমাদের ক্যাম্পের ঘরবাড়ি ভাঙচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িত মেয়র আতিকসহ সবার শাস্তি চাই।’

তিনি বলেন, ‘গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী হাজার হাজার গৃহহীনদের বাড়ি উপহার দিয়েছেন। সেদিনই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো উর্দুভাষীকে গৃহহীন করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের এই ক্যাম্পগুলোতে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ শতাধিক প্রভাবশালীদের প্লট রয়েছে। উচ্ছেদ অভিযানের পরপরই এ প্লটগুলোর বেশ কিছু জায়গা দখল করা হয়েছে।’ ন্যায় বিচার দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বিহারিদের এ নেতা।

এসময় ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মো. হেলাল, মিরপুর ১১ রিলিফ কমিটির চেয়ারম্যান সারফারাজ আলম, এসপিজিআরসি মিরপুর শাখার সাধারণ সম্পাদক মাহতাব আলম, ইউএসপিওয়াইআরএম’র সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রেজা খান, দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দিন রাশেদসহ বিহারি ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উৎস: বিডি জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ