সিসি নিউজ ।। ৩য় ধাপে নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলু।
তিনি আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।
এ ছাড়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মোহসীন নৌকা প্রতীক ৭৬৫, জাপার প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক ৪২, স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার মোবাইল ফোন প্রতীক ১২২ এবং জিয়াউর রহমান চৌধুরী জগ প্রতীক ৫৮৫ ভোট পেয়েছেন।