সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মৃত্যুর পর ওই পদে পুনঃতফসিল ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরও দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- সদ্য প্রয়াত স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকারের (ভজে) ছোট ভাই বিএনপি মনোনীত প্রার্থী রশিদুল হক সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, এ নিয়ে মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা হলো ছয়। অন্যরা হলেন- আওয়ামী লীগ মনোনীত রাফিকা আকতার জাহান বেবী, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল হুদা ও স্বতন্ত্র প্রাথী রবিউল আউয়াল রবি। ইতোপূর্বে নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিরল পদে ২১ জন মনোনয়ন দাখিল করেন। এ ছাড়া ১২নং ওয়ার্ডে সাধারন পদে নতুন করে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।
নির্বাচন কর্মকর্তা বলেন, আগের তফসিল অনুযায়ী সৈয়দপুর পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ছিল ১৬ জানুয়ারী। পূর্বের তফসিল অনুয়ায়ী ভোটগ্রহনের দুইদিন আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যান। তার মৃত্যুর পর বিধি মোতাবেক শুধু মেয়র পদে নতুন প্রার্থী অংশগ্রহণের সুযোগ দিয়ে ওই নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।