সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “করোনা ভাইরাস” মোকাবেলায় বিশেষ অবদান রাখায় নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের সফল চেয়ারম্যান আকবর আলী কে “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী’র হাতে স্বর্ণ পদক ও সনদপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেল মন্ত্রী নুরুল ইসলাম সূজন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-২০২০ এর আয়োজনে বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে হোটেল ফার্স, পল্টন মোড়, মেহের প্লাজা, ঢাকা তে “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” প্রদানের আয়োজন করে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম-এর সভাপতি এস এ এম জাকারিয়া আলম এর সভাপতিত্বে বাংলাদেশ সরকারের বেশকজন মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর নেতৃবৃন্দ সহ সূধীজন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় সফল চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় গৌরবময় অবদান ও স্বীকৃতি স্বরুপ ইউপি চেয়ারম্যান আকবর আলীকে স্বর্ন পদক দেওয়া হয়েছে এবং এই সম্মান সমাজসেবামূলক কাজকে আরো গতিশীল করবে বলেও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুত্রে জানা গেছে। “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” গ্রহণ করে সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সাংবাদিকদের বলেন, আ’জীবন সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র রাজনৈতিক আদর্শে জনপ্রতিনিধি ও রাজনীতির মাধ্যমে সমাজের কল্যাণে আ’জীবন কাজ করে যেতে চাই। কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” গ্রহণ করে চেয়ারম্যান আকবর আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও একই সময় করোনা ভাইরাস” মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সাপাহার সদর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” ও সনতপত্র গ্রহণ করেন।