পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের যুগিগছ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ আলী ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের আবাদী জমিতে সেচ পাম্প দিয়ে পানি সেচ দেয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎতের সংযোগ লাইন তার শরীরে জরিয়ে পড়ে এবং সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ পরে পরিবারের লোকজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।