Logo

সৈয়দপুরে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মামলা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাটে আওয়ামী লীগ নেতা বাসা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় জাপা নেতাকমীদের নামে মামলা হয়েছে। সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু নিজে বাদী হয়ে আজ সোমবার ওই মামলাটি দায়ের করেন। মামলায় জাতীয় পার্টির ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে।

মামলার সূত্র মতে, শনিবার রাতে সৈয়দপুর পৌরসভার ২নং ওয়ার্ডের উর্দ্দুভাষী ক্যাম্পে পথসভা করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম। ওই সভায় জাপা নেতা আলতাফ হোসেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিটলার চৌধুরী ভলু বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য প্রদান করেন। এতে স্থানীয় লোকজন এরুপ বক্তব্য প্রদানে বাধা দিলে জাপার নেতাকর্মী ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওই নেতার বাসভবনে প্রবেশ করে জীপগাড়ীসহ আসবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত দলীয় সাইনবোর্ড ভাংচুর করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।