জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহনসহ তাকে ভোট দিতে জয়পুরহাট পৌর শহরে বসবাসকারী কালাই উপজেলাবাসীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় জয়পুরহাট পৌর শহরে বাসবাসকারী বিভিন্ন শ্রেনি-পেশার সহস্রাধিক সূধীজন উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা চেয়ারম্যান মিনফজুর রহমান মিলনের আয়োজনে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ফজলুর রহামনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন- জয়পুরহাট পৌর সভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, জেলা আওয়ামীলীগ নেতা গোলাম হক্কানী, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ, কালাই মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, একই উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা শাবানা, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, উদয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল ফারুখ চৌধূরী নয়ন প্রমূখ।
বক্তারা বলেন, জয়পুরহাট পৌর সভা প্রতিষ্ঠার পর গত ৪০ বছরেও যে উন্নয়ন সম্ভব হয়নি, গেল ৫ বছরে মেয়র হিসেবে মোস্তাক তা সম্ভভ করেছন। এ ছাড়া খুন, সন্ত্রাস, মাদক, অস্ত্র, অবৈধ্য চাঁদাসহ প্রায় অরজাকতা বন্ধ করার পাশাপাশি বেকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এক নিরাপদ শহর গড়ে তোলেন তিনি। তাই এ ধারাবাহিতকা অব্যাহত রাখতে আবারো মোস্তাককে নৌকা মার্কায় ভোট দিতে পৌরবাসীদের অনুরোধ করেন বক্তারা ।