সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন স্থানীয় বিএনপি। আজ রোববার সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর সরকার সংবাদ সম্মেলন করে এ প্রত্যাখানের ঘোষনা দেন। এ সময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রশিদুল হক সরকার সহ বিএনপি নেতা এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, আব্দুল খালেক, গজনফর আলী মিন্টু উপস্থিত ছিলেন।
আজ সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণকে বিতর্কিত বলে দাবি করেন বিএনপির ওই নেতা। তিনি জানান, নির্বাচন চলাকালীন বিএনপির এজেন্টদের মারধর ও হামলার হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে। সেজন্য নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি।