সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী রাফিকা আকতার জাহান ২৮হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা করা হয়। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।
নৌকার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রশিদুল হক সরকার (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬৩৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ নুরুল হুদা (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৯২ ভোট।
পৌরসভায় মোট ভোট ৯৩ হাজার ৮৯৩। নির্বাচনে মোট ৪১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ ছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৮৭ জন প্রার্থী কাউন্সিলর এবং ৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।