ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের ফরেস্ট খালপাড়া নামক স্থানে ভুট্টক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লাভলী আক্তার (২৫) ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের তইবুল ইসলামের স্ত্রী। সে তার বোনের বাড়ী ৩দিন আগে নাইওর খাওয়ার জন্য আসিলে বিগত তিন দিন ধরে নিখোজ অবস্থায় আজ বুধবার দুপুরে ভুট্টাক্ষেতে মরদেহ পাওয়া যায়।
এ বিষয় ডিমলা থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।
অপর দিকে বুধবার সকালে ছাতনাই বালাপাড়া বসুনীয়া পাড়া মফিজুল ইসলামের স্ত্রী রিপা (৩৫) নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। জানা যায় সাংসারিক অভাব অনটনের কারনে কোন উপায়ান্তর না পেয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন। এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউডি মামলা হয়েছে।