সিসি নিউজ ডেস্ক ।। করোনা মহামারির মধ্যেই রোববার (৪ এপ্রিল) তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনের ৩৫টি পরিচালক পদের মধ্যে ২৪টিতে জয়ী সম্মিলিত পরিষদ, ১১টিতে জিতেছে ফোরাম। করোনা বাড়তে থাকায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সম্মিলিত পরিষদের অধিকাংশ প্রার্থীই জয়লাভ করেন। আর এ প্যানেলের নেতৃত্বে আছেন বিজিএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।
সে হিসাবে অর্থাৎ আগামীর বিজিএমইএ সভাপতি হচ্ছেন ফারুক হাসান। আগামী ২০ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।
এর আগে করোনা সংক্রমণ বাড়তে থাকায় নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধা দেখা দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় দুই প্যানেলের (সম্মিলিত পরিষদ ও ফোরাম) নেতাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন বোর্ড। উভয়পক্ষ পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়।