• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সিটি স্ক্যান রিপোর্ট পাওয়ার পর খালেদার পরবর্তী চিকিৎসা

সিসি নিউজ ডেস্ক ।। অন্যান্য রোগীদের মতো করোনায় আক্রান্তের দ্বিতীয় সপ্তাহ অতিক্রম করায় বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন চিকিৎসকরা। তিনি শারীরিকভাবে ভালো থাকলেও এখন সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী।

বৃহস্পতিবার বিকালে তিন চিকিৎসকের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিনিধি দলের প্রধান।

এফ এম সিদ্দিকী বলেন, ‘করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। কোভিডের দ্বিতীয় সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হয়। ম্যাডামের এখন দ্বিতীয় সপ্তাহ চলে। গত তিন দিনে উনার যে রিপোর্ট করা হয়েছে সেগুলো ভালো আছে। এখন উনার দ্রুত একটা সিটি স্ক্যান করতে হবে। এই সপ্তাহের মধ্যেই তা করা হবে।’

কোথায় সিটি স্ক্যান করা হবে জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, ‘সিটি স্ক্যান কোথায় করব সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সকল ব্যবস্থাও করা আছে। যখন করাব তখন আপনারা জানতে পারবেন।’

বেগম জিয়াকে কি বাসায় রেখেই চিকিৎসা হবে না কি হাসপাতালে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোভিডের সময় আসলে আগে থেকে বলা যাবে না কখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। খুব দ্রুত সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে হসপিটাল না বাসায় কোথায় চিকিৎসা করাতে হবে।’

বেগম খালেদা জিয়ার অন্যান্য যে চিকিৎসা সেসব যথারীতি চলছে বলেও জানান সিদ্দিকী।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার পর তার বাসার সামনে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন চিকিৎসকরা।

এ সময় চিকিৎসক প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আল মামুন এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

গত রবিবার খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত তার বাসার অন্তত আরও আটজন ।

করোনায় আক্রান্ত হলেও খালেদা জিয়ার জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো উপসর্গ নেই। তার চিকিৎসার তদারকিতে রয়েছেন লন্ডনে অবস্থান করা পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ