• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন |

নন্দীগ্রামে ভোটের ফল স্থগিত ঘোষণা নির্বাচন কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক।। ভোটের ফল নিয়ে ব্যাপক বিভ্রান্তির মধ্যেই নন্দীগ্রামের ভোটের ফলাফল ঘোষণা স্থগিত করেছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের আফতাব বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। পুনরায় ভোট গণনা হবে কি না ঠিক করবেন রিটার্নিং কর্মকর্তা। সেই গণনা আংশিক হবে না সম্পূর্ণ হবে, সে ব্যাপারেও তিনিই সিদ্ধান্ত নেবেন। তবে এখনও পুনরায় গণনার ব্যাপারে নির্বাচন কমিশনে কোনো আবেদন আসেনি।’

রোববার রাজ্যের ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই চলছিল বিভ্রান্তি। সপ্তদশ রাউন্ড ভোটগণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা পেরোনোর আগেই মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার কারণে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না।

তার পরেই আসে শুভেন্দু অধিকারীর জয়ের খবর। এ নিয়ে যোগাযোগ করা হলে আনন্দবাজার ডিজিটালকে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে ১ হাজার ৬২২ ভোটের ব্যবধানে আমি জিতেছি।’

এদিকে প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন ডাকেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘নন্দীগ্রামের জনগণ যে রায় দেবে, মাথা পেতে নেব।’

সংবাদ সম্মেলনে মমতা বন্দোপাধ্যায় আরো বলেন, ‘আমার কাছে অভিযোগ আছে, নন্দীগ্রামের ভোটে কারচুপি হয়েছে। প্রয়োজনে আদালতে যাব।’

এর কিছুসময় পরে এক টুইটবার্তায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, নন্দীগ্রামে ভোট গণনা এখনও চলছে। সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের এই টুইটের কিছুক্ষণ পরই ভোটের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ