• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

পৌর মেয়র রাফিকার ঈদ শুভেচ্ছা বার্তা ও প্রসঙ্গকথা

।। মো. নজরুল ইসলাম ।। “chair makes a man”- অর্থাৎ চেয়ার (দায়িত্ব) মানুষ তৈরী করে, করে দায়িত্বশীল। পবিত্র ঈদ উপলক্ষে সৈয়দপুরবাসীর উদ্দেশ্যে দেয়া পৌর মেয়রের শুভেচ্ছা বক্তব্য শুনে আমার উল্লেখিত ইংরেজি প্রবচনটির কথা বার-বার মনে পড়েছে। সত্যি, ইতোমধ্যে বিষয়বস্তু ও বাচনভঙ্গিতে অনেক প্রাঞ্জ ও দক্ষ হয়ে উঠেছেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা। নিউজ পোর্টাল সিসিনিউজে প্রচারিত দুই মিনিট পচিশ সেকেন্ডের ওই বক্তব্যে তিনি পৌরবাসীকে ঈদ শুভেচ্ছার পাশাপাশি মহামারী কোভিড-১৯ সম্পর্কে সচেতন থাকতে এবং স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য ছিল অত্যন্ত প্রাঞ্জল-সাবলীল। মনে হয়েছে, একজন প্রাঞ্জ রাষ্ট্রনায়ক দেশবাসীর উদ্দেশ্যে তার গুর্রুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। অথচ মাত্র কিছুদিন হলো সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন রাফিকা। সৈয়দপুর তথা অত্রাঞ্চলের নন্দিত জননেতা সাবেক মেয়র আখতার হোসেন বাদলের আকস্মিক মৃত্যুতে তাঁর সহধর্মিণী হিসাবে জড়িয়ে পড়তে হয়েছে রাজনীতিতে। আওয়ামীলীগ নেতা আখতার হোসেন বাদলের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়র পদে রাফিকাকে নৌকা উপহার দিয়েছেন। রাফিকা নেহায়েতই একজন সাধারণ গৃহিণী- রাজনীতির কিছু বোঝেননা। তার পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া একেবারেই অসম্ভব– এ ধরনের বিভিন্ন নেতিবাচক সমালোচনা করেছেন তার প্রতিপক্ষরা। কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে মেয়র নির্বাচিত হয়েছেন রাফিকা আকতার জাহান বেবী। মাত্র তিন দিন আগে স্থানীয় সংবাদকর্মীদের সন্মানে দেয়া ইফতার পার্টিতে নিজের সীমাবদ্ধতার কথা অকপটে তুলে ধরলেন মেয়র । বললেন,এখনও আমি সবকিছু বুঝে উঠতে পারিনি। আমাকে একটু সময় দিন। অবশ্যই সবার সহযোগীতায় আমি সৈয়দপুর শহরে কাঙ্খিত উন্নয়ন উপহার দিব। তাঁর কর্মকান্ডে সংবাদকর্মীদের সহযোগীতা চেয়ে মেয়র বলেন, দায়িত্ব পালনসহ শহর উন্নয়ন এগিয়ে নিতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা আমাকে সহযেগিতা দিন, আমি আপনাদের পরামর্শে এগিয়ে যেতে চাই। পৌরমাতা রাফিকা, আমরা বিশ্বাস করি আপনি তা পারবেন। সকল সীমাবদ্ধা কাটিয়ে আপনিই পারবেন উন্নয়নের কান্ডারী হতে। এই অল্প দিনে যার স্বাক্ষর দিয়েছেন আপনি। ঈদ শুভেচ্ছা বক্তব্যেও যার ইঙ্গিত ছিল। আপনি পারবেন, কারণ রাজনৈতিক পরিবারে আপনার জন্ম । আপনার প্রায়ত বাবা আব্দুল আউয়াল ছিলেন পার্বতীপুর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন নেতা ও পার্বতীপুর পৌরসভার কয়েকবারের সফল চেয়ারম্যান। একজন মানবদরদী ও সমাজসেবী হিসাবে তাঁর ব্যপক পরিচিতি ছিল। আপনি ঘরও করেছেন সৈয়দপুর তথা অত্রাঞ্চলের বরেণ্য একজন রাজনীতিবিদের সাথে। রাজনীতি আপনার রন্ধ্রে-রন্ধ্রে প্রবাহিত। তাই উন্নয়ন ও জনহিতকর কর্মকান্ডে আপনার দৃষ্ট হতে হবে প্রসারিত। সমন্বিত উন্নয়নে গুরুত্বারোপ করতে হবে। অতীতের মত কোন-কোন ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত রেখে মেয়রের পছন্দের এলাকায় যত উন্নয়ন- এই নীতি পরিহার করতে হবে। তবেই আপনি হবেন সবার কাছে গ্রহণীয়-বরণীয়। আমরা আপনার সাফল্য কামনা করছি।

লেখক: নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক সাফজবাব

মেয়রের শুভেচ্ছা বক্তব্যটি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ