ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুকুরে হাঁস ধরা খেলা। রবিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া বসুনিয়া পাড়া এলাকায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। বসুনিয়াপাড়া স্পোটিং ক্লাব খেলাটির আয়োজন করে। বিলুপ্তপ্রায় এ খেলাটি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের হাজারো মানুষ উপভোগ করে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ডোমার উপজেলা শাখার সভাপতি মায়েদুল হক রসুনিয়া তুর্যর সভাপতিত্বে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব, ইউপি সদস্য মোঃ হাসানুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহমুদ পারভেজ বসুনিয়া সবুজ, মোঃ সমছের আলী, বাংলাদেশে ছাত্র লীগ পৌর শাখার সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্র নেতা মামুন সাজ্জাদ বসুনিয়া সুর্য প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
একটা বোবা প্রানীকে নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে আপনাদের? একজন মানুষকে যদি বন্য জন্তুদের মাঝৈ ছেড়ে দেওয়া হয় তখন ঐ মনুষটার কি অবস্থা হবে একবার ভেবেছেন কি? এসব প্রানীকে নিয়ে খেলা না করাই ভাল।