• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন |

সৈয়দপুরে হাসপাতাল থেকে নবজাতক বিক্রি, পুলিশের চেষ্টায় উদ্ধার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বাবা-মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকায় নবজাতক পুত্র সন্তান বিক্রির অভিযোগ ওঠেছে। খবর পেয়ে পুলিশ দু’ঘন্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার সৈয়দপুর শহরের নিচু কলোনী এলাকার মো. নাদিমের স্ত্রী জোসনা বেগম (৩২) প্রসব বেদনা নিয়ে সকাল সোয়া ৭ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। সাড়ে ৮টার দিকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে এক পুত্র সন্তান প্রসব করে। এরপর ওই নবজাতককে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয় একই মহল্লার জনৈক জামিলা খাতুনের কাছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের কুন্দল এলাকার রফিক মিয়া জানান, হাসপাতালে মূল গেটে নবজাতকের বাবার সাথে ক্রেতা একজন মহিলার চুক্তিপত্র সম্পাদন হতে দেখি। চুক্তিপত্রে স্বাক্ষর শেষে মহিলাটি নবজাতকের বাবার হাতে এক বান্ডিল টাকা তুলে দেন।

পরে এ ঘটনাটি চাউর হয়ে পড়লে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুর রহিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‍বিক্রিত নবজাতককে উদ্ধারে তৎপর হয়ে উঠেন। মাত্র দুই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টায় জনৈক লিমা আকতারের কাছ থেকে উদ্ধার হয় ওই নবজাতক। লিমা আকতার সৈয়দপুর শহরের নীচু কলোনী মহল্লার খায়রুল ইসলামের স্ত্রী।

নবজাতকের মা জোসনা বেগম জানান, জামিলা খাতুন আমার দূর সম্পকীয় ফুফাতো বোন। তাঁর কোন পুত্র সন্তান না থাকায় তাকে স্বেচ্ছায় দিয়েছি। তবে আমার চিকিৎসারে খরচ বাবদ ২০ হাজার টাকা সে দিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডা. নবিউর রহমান জানান, সকাল ১০টার দিকে ঘটনাটি জানতে পেয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওমেদুল হাসান সম্রাট ও গাইনী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদা আফরোজ সহ ওই ওয়ার্ডে পরিদর্শনে যাই। সেখানে নবজাতকের মা জোসনা বেগমকে দেখতে পাই কিন্তু ওই সময় নবজাতককে বেডে পাওয়া যায়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে আমাদের পুলিশের একটি দল ঘটনাস্থল উপস্থিত হয়ে নিখোঁজ নবজাতককে উদ্ধার করে। তিনি জানান, নবজাতক বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ