• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন |

সৈয়দপুরে পথেই ফুল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সিসি নিউজ ।। ৫৪৪ দিন পর স্কুলের মাঝ পথে গিয়ে হাতে ফুল পেয়ে উচ্ছ্বসিত নীলফামারীর সৈয়দপুর শহরের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সড়কে শিক্ষার্থীদের দেখা মেলায় এমন উদ্যোগ নিয়েছে নীলফামারী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগের পক্ষ্য থেকে।

আজ রোববার সকালে এমন দৃশ্য চোখে পড়েছে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে। ট্রাফিক বিভাগের সদস্যরা ফুলের সাথে হ্যান্ড স্যানিজেটর ও সার্জিকাল মাস্ক বিতরণ করেছে।

এ প্রসঙ্গে নীলফামারী ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) নাহিদ চৌধুরী পারভেজ জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এ উদ্যোগ অনেক উৎসাহ দেবে নিশ্চিত।

এ সময় সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) জ্যোতির্ময় রায়, পুলিশ সার্জেন্ট আশরাফ কোরাইশি উপস্থিত ছিলেন। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগ গোটা জেলা জুড়ে প্রশংসায় ভাসছে। সাধুবাদ জানিয়েছে অভিভাবক ও সুধীমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ