• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন |

নীলফামারীতে পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ।। চার বছরের ডিপ্লোমা ইঞ্জিরিয়ারিং শিক্ষাকোর্সকে তিন বছরে নামিয়ে আনার প্রতিবাদসহ চার দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোামা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহবায়ক সিদ্দিক সফিকুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু তাহের, জেলা সংগ্রাম পরিষদের সদস্য সচিব ফরহাদ আলী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া ও সাধারণ সম্পাদক হায়দার আলী, আইডিইবি কিশোরগঞ্জ উপজেলা সভাপতি প্রতাপ চন্দ্র রায় প্রমূখ।
সভায় বক্তারা চার বছরের শিক্ষাকোর্স নামিয়ে আনার উদ্যোগ বন্ধ, বিএনবিসি ২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা নিরসনের দাবী জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশিত চার দফা দাবী বাস্তবায়নে অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যম স্মারকলিপি প্রদান করেন পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ