• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

পঞ্চগড়ে সদর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড় সদর উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের  জালাসী এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি।
পরে শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।আলোচনা সভাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মহান স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সাহায্য, সহযোগীতা করেছিলো ভারত। কিন্তু সেই ভারত এখন উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। আমরা দেশের মানুষের শতভাগ নাগরিক সুবিধা বাস্তবায়ন করেছি, ভারত এখনো ৬০ শতাংশও পারেনি। এই অর্জন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের কাছে আমানত থাকা জনগণের অর্থ-সম্পদের খেয়ানত করেননা। দেশে কেউ গৃহহীন থাকবেনা সেই লক্ষেও কাজ করছে সরকার।
সভাপতির বক্তব্যে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক জহুরুল ইসলাম পঞ্চগড় উচ্চ বিদ্যালয়েটি ৪ তলা ভবন করার জন্য মন্ত্রীর কাছে আবেদনের প্রস্তাব রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন,পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) আমিনুল ইসলাম  পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ