• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন |

রংপুরের সেই বিখ্যাত শিঙাড়া হাউসে ভারতীয় হাইকমিশনার

সিসি নিউজ ডেস্ক ।। রংপরের ঐতিহ্যবাহী শিঙাড়া হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বেতপট্টি এলাকায় অবস্থিত শিঙাড়া হাউসে যান ভারতীয় হাইকমিশনার। এ সময় তার সঙ্গে কয়েকজন সফর সঙ্গীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দোরাইস্বামী বেশ কিছু সময় শিঙাড়া হাউসে বসে থেকে বিভিন্নজনের সঙ্গে কথা বলেন। পরে তিনি সেখানে একটি টেবিলে বসে চাটনি দিয়ে শিঙাড়া খান।

ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী বলেন, শিঙাড়া হাউসের পরিবেশের মধ্যে ঐতিহ্যের ছাপ রয়েছে। এর স্বাদও অনেক চমৎকার। রংপুরের শিঙাড়া হাউসে আসতে পেরে আমি পুলকিত।

এ সময় সাংবাদিকরা সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে প্রশ্ন করলেও তিনি কোনো মন্তব্য করেননি। ভারতীয় হাইকমিশনার শিঙাড়া হাউস ছাড়াও হাড়িপট্টি এলাকার কালিমন্দির পরিদর্শন করেন।

প্রসঙ্গত, প্রায় ৭০ বছর আগে কানাই লাল বর্মন রংপুর নগরীর হাড়িপট্টি রোডে শিঙাড়া হাউস নাম দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করেন। তার মৃত্যুর পর তার ছেলে ও বর্তমানে তার নাতিরা এই শিঙাড়া হাউস পরিচালনা করছেন। উৎস: ঢাকা পোষ্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ