• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

নীলফামারীর ইউপি নির্বাচনে একাধিক প্রার্থীর কারনে আ’লীগে ভরাডুবি

।। এস এম জামান ।। দ্বিতীয় ধাপের নির্বাচনে নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দুটি ইউপিতে জয় পেয়েছে। এর মধ্যে একটি ইউপিতে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থী হারিয়েছেন জামানত। অথচ বিগত ২০১৬ সালের নির্বাচনে ৯টি ইউপিতে জয় পেয়েছিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নির্বাচনে দলের একাধিক ব্যাক্তি প্রার্থী হওয়ার কারণে নির্বাচনী ফলাফলে বিপর্যয় হয়েছে এমনটি বলছেন নেতাকর্মী ও প্রার্থীরা।

বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউপির মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলার জটিলতার কারনে বাকী ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে দুটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপির স্বতন্ত্র, একটিতে জামায়াতের স্বতন্ত্র, তিনটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে এমন হারে হতাশ দলের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকেরা। হারের পেছনে তাঁরা তৃণমূলে দলের মধ্যে দ্বন্দ্বকেই দায়ী করেছেন।

দলীয় সূত্র জানায়, এবারের ইউপি নির্বাচনে দলের প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম পাঠায় উপজেলা আওয়ামী লীগ। তবে চূড়ান্ত তালিকায় মনোনয়ন না পাওয়ায় বঞ্চিত প্রার্থীদের অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দলের সিদ্ধান্তের বাইরে তারা নির্বাচনে অংশ নেয়। কয়েকটি ইউপিতে দলেরই একাধিক প্রার্থীও রয়েছেন। ফলে আওয়ামীলীগের কর্মী ও ভোটাররা বিভক্ত হয়ে পড়ে। ভোট ভাগাভাগির কারনে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়া অন্য রাজনৈতিক দলের বা কোন রাজনীতির সাথে জড়িত নয় এমন স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গোড়গ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মাহবুব জর্জ (নৌকা) ৪ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান রেয়াজুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪৬২ ভোট। সংগলশী ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাফিজার রহমান (নৌকা) ৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্রী প্রার্থী জিয়াউর রহমান (চশমা) পেয়েছেন ৩ হাজার ৭৮৭ ভোট। পঞ্চপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম (ঘোড়া) ৪ হাজার ৫০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন সরকার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪০০ ভোট। রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল) ৮ হাজার ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (নৌকা) পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট। চওড়াবড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের বিটু (চশমা) ৪ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উত্তম কুমার রায় (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৮৫৪ ভোট। সোনারায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম শাহ্ (আনারস) ৮ হাজার ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বিশ্বাস (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৩৮৯ ভোট। এ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ শাহ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কম ভোট পাওয়ায় জামানত বাতিল হয়েছে।

চাপড়া সরমজানী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জাহাঙ্গীর আলম শাহ ফকির (চশমা) ৫ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের কামরুজ্জামান সরকার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ১৯৩ ভোট। কচুকাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ (চশমা) ৬ হাজার ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের তসলিম উদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭৭ ভোট। পলাশবাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র প্রার্থী) ইব্রাহিম তালুকদার (আনারস) ৫ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম মমতাজ আলী প্রামানিক (নৌকা) ৩ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন। লক্ষীচাপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান (আনারস) ৬ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যাম চরণ রায় পেয়েছেন ৫ হাজার ৯৫২ ভোট। চড়াইখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুম রেজা (মোটরসাইকেল) ৫ হাজার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুল হক শাহ (চশমা) ৪ হাজার ৭১ ভোট পেয়েছেন।

সোনারায় ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী সফিকুল ইসলাম জানান, ‘আমরা নিজেরাই শ্রম দিয়ে নৌকার পক্ষে কাজ করি। কিন্তু এবার দলের বিভক্তি দেখে আমরাই বিভ্রান্ত হয়েছি। তৃণমূলের ভোটে যাকে নৌকার মাঝি করেছি তিনি নৌকা পাননি। আর যাকে নৌকা দেয়া হয়েছে তিনি ইউনিয়নের ভোটারদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নন। তিনি শহরে থাকেন, গ্রামের মানুষের বিপদে-আপদে পাশে ছিলেন না। তাছাড়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। স্বভাবতই নেতাকর্মীদের সাথে ভোটারও বিভক্ত হয়ে গেছে।

কথা হয় পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরল আমিন সরকারের সাথে। তিনি জানান, আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে আরো দুইজন প্রার্থী নির্বাচন করেছেন। আওয়ামীলীগের কর্মী ও ভোটাররা কতজনকে ভোট দেবেন? সাংগঠনিক ভাবে তাদেরকে বহিস্কার করা হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারতো। বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছে।

বিদ্রোহী প্রার্থীর কারনে এমন পরাজয়ের কথা স্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক জানান, বহিস্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির। স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকলে কর্মী ও ভোটার বিভক্ত হবেই। এরপরও ইউপি নির্বাচনে ফল বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করে সমস্যাগুলো কাটিয়ে ওঠার ব্যবস্থা নেওয়া হবে। যাতে আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব না পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ