• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন সমাপ্ত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি।।  নীলফামারীর জলঢাকায় সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে।
উৎসবমুখর পরিবেশে রবিবার উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা হতে শুরু হওয়া বিরতিহীন ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২১হাজার ৫৪০জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার এক লাখ ৮ হাজার ৮৯৩ জন। ১০৬টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে।
তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে যারা নির্বাচিত হয়েছেন ১। ছাদেকুল সিদ্দিক (আনারস) বিদ্রোহী স্বতন্ত্র, কৈমারী ইউনিয়ন, ২। নুরুজ্জামান (লাঙ্গল) ,শৌলমারী ইউনিয়ন, ৩। সাইফুল ইসলাম মুকুল(নৌকা) ডাউয়াবাড়ী ইউনিয়ন ৪।আহম্মেদ হোসেন ভেন্ডার (নৌকা) বালাগ্রাম ইউনিয়ন ,৫।মিজানুর রহমান(মোটরসাইকেল) স্বতন্ত্র,গোলমুন্ডা ইউনিয়ন ৬। মশিয়ার রহমান (নৌকা) গোলনা ইউনিয়ন ৭।আবু তাহের(নৌকা) ধর্মপাল ইউনিয়ন ,৮। গোলাম মোস্তফা মানিক (মোটরসাইকেল) স্বতন্ত্র, মীরগঞ্জ ইউনিয়ন, ৯।হামিদুল হক(নৌকা) শিমুলবাড়ী ইউনিয়ন, ১০।সোহরাব হোসেন তুহিন (নৌকা) কাঠাঁলী ইউনিয়ন ও ১১।রকিবুল ইসলাম (চশমা) স্বতন্ত্র, খুটামারা ইউনিয়ন। রাত ১.৩০মিনিটে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এসব ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ