• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন |

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ।। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। আজ বুধবার ভারতের তামিলনাড়ুতে তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি মারা যান। ভারতের বিমানবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

টুইট বার্তায় বলা হয়েছে, বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারে ১৪ জন আরোহী ছিলেন।

তামিলনাড়ুর ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা কর্মকর্তারা ওই হেলিকপ্টারে চড়েন।

সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ