সিসি নিউজ ।। সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. হাফিজুর রশিদ প্রামানিক (মঞ্জু) এবং কুন্দপুকুর ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ সিদ্দিকি। সীমানা জটিলতা নিয়ে আদালতে দায়েরকৃত মামলা নিষ্পত্তি হওয়ায় এ দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে নৌকার জয়ের বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান জানান, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে একাধিকবার আলোচনা ও সমন্বয় করা হয়েছে। আশা করছি দলের সিদ্ধান্তের বাইরে কেউ সিদ্ধান্ত নিবে না। আমাদের বিশ্বাস এবার কেউই বিদ্রোহী প্রার্থী হবে না। জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতারা স্বত:স্ফুত ভাবে নির্বাচনী মাঠে নেতৃত্ব দিলে দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জনগণের দেয়া বিপুল ভোটে নির্বাচিত হবে।
উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর ২য় ধাপে নীলফামারী সদরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জিতেছে দুটিতে।