সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীনের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রোববার বিকেলে শহরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। এতে ৯টি দল অংশ নিচ্ছেন।
উদ্বোধনী দিনে ফ্রেন্ডস ইলেভেন ও ড্রাগন ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।