সিসি নিউজ ডেস্ক ।। সদ্য যোগদান করা গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
গাজীপুরের এনডিসি মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, জেলা প্রশাসক গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে তিনি রোববার দুপুরে গাজীপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার দুপুরে তার ফলাফল করোনা পজিটিভ আসে। তিনি শারিরীকভাবে সুস্থ আছেন।
উল্লেখ্য, আনিসুর রহমান গত ১৩ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন।