সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে বিরোধপূর্ন জমিতে ইরি- বোরো ধানের চারা রোপনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় আব্দুর রউফ নিস্তার ও মোনায়েম উদ্দিন প্রামানিকের পরিবারের মধ্যে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এতে উভয়ে পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন মোনায়েম উদ্দিন প্রামানিক (৫০), মমতাজ বেগম (৪০), মিলি খাতুন (২৭), রুকাইয়া আক্তার মিতু (২৩), রিয়াজুল হাসান মিনার (১৬), মিলন প্রামানিককে (৪১) ও আব্দুর রউফ ওরফে নিস্তার (৬৫)।
জমিজমা নিয়ে এ সংঘর্ষের ঘটনার খবর জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক লক্ষী নারায়ন বর্মণ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে কোন পক্ষেই এ পর্যন্ত অভিযোগ করেনি।