সিসি নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে বন্দর উপজেলার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে অবস্থিত জাহিন টেক্সটাইল লিমিটেড নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। ছুটির দিন হওয়ায় দ্রুতই কর্মীরা বেরিয়ে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘টেক্সটাইল গার্মেন্টসের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।’
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।