সিসি নিউজ ।। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নীলফামারীর ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘বর্ণচোরা’ মঞ্চায়িত হয়েছে।
বুধবার (৩০শে মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তন মঞ্চে অনুষ্ঠিত নাটক ‘বর্ণচোরা’ মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক।
এসময় আরও উপস্থিত ছিলেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম সহ ডোমারে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।
মমতাজ উদদীন আহমেদের রচনায় ও আরমিন আক্তার জাহান এবং মাসুদ বিন আমিন সুমনের নির্দেশনায় ‘বর্ণচোরা’ নাটকের গোলাম সাদেক খান চরিত্রে অভিনয় করেন মাসুদ বিন আমিন (সুমন), ক্যাপ্টেন চরিত্রে আসাদুজ্জামান চয়ন, বর্ণালী চরিত্রে আরমিন জাহান, মতিউর চরিত্রে সোহেল এস.কে, বাতেন ইবনে খইয়াম চরিত্রে মনজুর আলম, স্বপন চরিত্রে দুলাল চন্দ্র রায়, জহুরুল চরিত্রে মো. ফেরদৌস, জহুর চরিত্রে আব্দুল্লাহ আল কাফী, বীরাঙ্গনা চরিত্রে জাকিয়া বেগম চান্দা ও শাহানারা লাকী।
এছাড়া অন্যান্য চরিত্রে নশিদ আকবর তৃষা, প্রিন্স চাকলাদার, পুশনাই, নিমাই। খান মেলা চরিত্রে আনাস, আনাম, ইমরান ও শিশু শিল্পী নীরব, রাফি। পরশ কুমার চন্দের মঞ্চসজ্জা ও আবহসংগীতে আলোক প্রক্ষেপণ করেন।