• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন |
শিরোনাম :

ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

সিসি নিউজ ডেস্ক ।। বছর ঘুরে আবারো এসেছে ঈদ। অন্যান্য সবার মতো ক্রিকেটারদের কাছেও দিনটি আনন্দের। তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

ব্যবসায়িক ব্যস্ততার পাশিপাশি দারুণ ঈদ কাটাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান তিনি। সেইসঙ্গে সব ব্যর্থতা ভুলে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে দিকে এগোনোর আহ্বান জানালেন দেশসেরা ক্রিকেটার।

নিজের ফেসবুক পাতায় সাকিব লিখেছেন, ‘এ ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এ ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক কক্সবাজারে ঈদ উদযাপন করছেন। স্ত্রীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তার বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।’

তামিম লেখেন, ‘সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।’

পুত্র সন্তানের সাথে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ ও নাসির হোসেন। মাশরাফি ঢাকায় ও মিরাজ গ্রামের বাড়ি বরিশালে ঈদ পালন করলেও নাসির আছেন দেশের বাইরে। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’

নাসিরও যুক্তরাষ্ট্র থেকে ছেলের সঙ্গে ঈদের দিনের কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাসির। ছবিতে বাবা-ছেলেকে দেখা যায় পাঞ্জাবিতে। ক্যাপশনে নাসির লিখেছেন, ‘এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। সবাইকে ঈদ মোবারক।’

ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড রান করা এনামুল হক বিজয় মেয়ের সঙ্গে ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’

আফিফ হোসেন ধ্রুব নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

মাহমুদউল্লাহ একটি ঈদ কার্ড পোস্ট করেছেন, যেখানে লেখা, ‘এই ঈদ উল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরছি। চলুন নিরাপদে একে অন্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করি।’

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবার আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। দেশের বাইরে থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শেয়ার করেছেন দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর নানা স্মৃতি। ঈদের সকালে স্ত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক থেকেও শুভেচ্ছা বার্তা পাঠান কাটার মাস্টার। তার সঙ্গে ভিডিও বার্তা দেন সরফরাজ ও খলিল আহমেদও। ভিডিওর ক্যাপশনে দিল্লি লিখেছে, ‘আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক।’

ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চারভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের কয়েকটি লাইন লিখে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ