সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন আরফানুল হক রিফাত।
আজ শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে মনোনয়ন দেওয়া হয়। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরফানুল হক রিফাত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।