নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে স্বাধীন ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এলাকার শিবমন্দিরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্বাধীন ইসলাম উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের শিবের মন্দির এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন কিশোরসহ স্বাধীন শিবমন্দিরের পুকুরে গোসল করতে নামে। পরে সবাই উঠলেও স্বাধীন ইসলাম ওঠেনি। সবাই খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় কিশোর স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় ৯ নম্বর কুশদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সায়েম সবুজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’