• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন |

‘সরকার পতন লড়াইয়ের ময়দানে দলের অনেকেই দালালি করবে’

সিসি নিউজ ডেস্ক ।। সরকার পতন লড়াইয়ের ময়দানে দলের অনেকেই দালালি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দানে দেখবেন, অনেকেই নতুন যুক্ত হবে, অনেকেই ঝরে যাবে। অনেকেই দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। আবার অনেকেই লোভে পড়বে। এরপরও যারা সাচ্চা গণতান্ত্রিক, জনগণের পক্ষের শক্তি, তারা অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট সৎ, নিষ্ঠাবান, সংগ্রামী, গণতান্ত্রিক ও জনগণের পক্ষের মানুষগুলোকে নিয়ে হবে সংগ্রাম। তারা একসঙ্গে দেশ চালাবে।’

নজরুল আরও বলেন, ‘লড়াই ও সংগ্রামের মাধ্যমে সরকারকে অপসারণ ছাড়া আর কোনো পথ নেই। আপনি আলোচনা করে ও যুক্তি দিয়ে তাদের বোঝাতে পারবেন না। কারণ, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। আর ভবিষ্যতে যদি নির্বাচন হয়, তাহলেও তারা ক্ষমতায় আসতে পারবে না।’

কে কত বড় বীর তা নির্ধারণ করবে লড়াইয়ের ময়দান এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘প্রয়োজনে জান দিতে হবে, গুলি খেতে হবে, মার খেতে হবে। কিন্তু পিছিয়ে যাওয়া চলবে না।’

‘বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে নজরুল বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনারা ২১ বছর ক্ষমতার বাইরে ছিলেন। সবাই কি পদত্যাগ করেছিল? উনি পদত্যাগ করতে বলার কে? ২১ বছরে যারা পারেনি, তারা ১৩ বছর নিয়ে সমালোচনা করতে পারে?’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, মুসলিম লীগের চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব প্রমুখ বক্তব্য দেন।  উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ