সিসি নিউজ ।। সারা দেশের ন্যায় নীলফামারীর ছয় উপজেলা ও ৪ পৌরসভায় আগামী ১৫ জুন থেকে ২১ জুন শুরু হতে যাচ্ছে ডিজিটাল ষষ্ঠ জনশুমারি ও জরিপ কার্যক্রম-২০২২। এ উপলক্ষে সোমবার (১৬ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শুমারীর প্রয়োজনীয়তা সম্পর্কে সভায় অবহিত করা হয়। এরপর আলোচনায় অংশ গ্রহন করেন জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মো. আতাউর রহমান ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান। উম্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
সভায় জানানো হয়, সারাদেশে একযোগে দেশের সর্বত্র এ শুমারি অনুষ্ঠিত হবে চলতি বছরের আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী। এবারেই প্রথম ডিজিটাল সিস্টেমে আদম শুমারির কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ, দেশের সর্বশেষ ৫ম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের ১৯ মার্চ হতে ৫ দিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। করোনাকালিন সময়ের কারনে এই কার্যক্রম এবার এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।