জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ট্রাকের ধাক্কায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯ায় ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত চাঁন মিয়া বিকেলে ঢাকা নেওয়ার পথে মারা যান। জেলার জয়পুরহাট-বগুড়া সড়কের মাটির ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমরগ্রাম দরগাপাড়ার কেরামত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, চাঁন মিয়া কোমরগ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাক পেঁছন থেকে তার ভ্যানে ধাক্কা দেয়।
এতে চান মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চাঁন মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে বিকালে তিনি মারা যান ।