ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকালে দলটির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বারী , যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিত কুমার সিংহ রায়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।