সিসি নিউজ ডেস্ক ।। এবার ভারতের উত্তর প্রদেশের একটি পুরোনো মসজিদের অপসারণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে মসজিদটি ‘কৃষ্ণ জন্মভূমিতে’ নির্মিত। উত্তর প্রদেশের আদালত মামলাটি গ্রহণ করেছে। এর ফলে, আদালতে মামলাটির শুনানি হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মামলার আরজিতে কাতরা কেশব দেব মন্দির প্রাঙ্গণ থেকে ১৭ শতকে নির্মিত শাহি ঈদগাহ মসজিদটি অপসারণের দাবি জানানো হয়েছে। আরজিতে আরও দাবি করা হয়, ১৬৬৯–৭০ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি হিন্দু ধর্মের অবতার ভগবান কৃষ্ণের জন্মভূমিতে নির্মিত হয়েছে।
মামলাকারী ব্যক্তি লক্ষ্ণৌয়ের অধিবাসী রঞ্জণা অগ্নিহোত্রীর দাবি ভগবান কৃষ্ণের বাল্যকালের বন্ধু কাতরা কেশব দেবের মন্দিরের প্রাঙ্গণে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
মামলার আইনজীবী গোপাল খান্ডেলওয়ালা বলেছেন, ‘ভগবান কৃষ্ণের উপাসক হিসেবে এই সম্পত্তি নিয়ে আমাদের মামলা করার অধিকার রয়েছে। মসজিদটি অবৈধভাবে কৃষ্ণ জন্মভূমিতে নির্মাণ করা হয়েছিল। বিগত কয়েক বছর ধরে সমঝোতার মাধ্যমে জমি ভাগ করা হয়েছিল। কিন্তু এই সমঝোতা ছিল অবৈধ।’
এর আগে, মথুরার আদালত মামলাটি ডিসমিস করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, ১৯৯১ সালের ধর্মীয় স্থাপনা আইনের আওতায় এই মামলাটি গ্রহণযোগ্য নয়। পরে মামলাকারীরা আপিল করলে আদালতে নির্দেশ বাতিল করে মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হয়।