
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে। আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। আটককৃতরা হলেন- হাতিবান্ধা উপজেলার বাসিন্দা আলামিন,জুয়েল ও মাসুদ রানা।
শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া-চাপানি সড়কে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৯৬ বোতল ফেনসিডিলসহ ২টি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, এ ব্যাপারে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।