সিসি নিউজ ।। নীলফামারীতে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের একটি রেস্টুরেন্ট’র সম্মেলণ কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নীলফামারীসহ রংপুর বিভাগের আট জেলা ও উপজেলার ঔষধ ব্যবসায়ীগণ অংশ গ্রহণ করেন।
কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহসভাপতি এবং সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের।
বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নীলফামারী জেলা শাখা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নীলফামারী চেম্বার অব কর্মাস এ- ইন্ডাস্ট্রিজ এর সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু।
এছাড়াও বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক খন্দকার মারুফ ইলাহী, মমিনুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।