সিসি নিউজ।। নীলফামারীতে প্রবীণদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় হুইলচেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) সকালে পিকেএসএফ এবং ইএসডিও এর আর্থিক সহযোগিতায় সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর প্রবীণ সামাজিক কেন্দ্রে অসহায় প্রবীণ ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নীলফামারীর জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও সদর উপজেলার এরিয়া ম্যানেজার শামীম হোসেন, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মোমেন, জোন আইটি আহসান হাবীব, দারোয়ানী শাখা ম্যানেজার মো: আব্বাস আলী, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, ওয়ার্ড কমিটির সভাপতি মতিয়ার রহমান, সামাজিক কেন্দ্রের জমিদাতা ফজলার রহমান প্রমূখ। হুইলচেয়ার পেয়ে খুশি বেড়া ডাঙ্গার প্রবীণ ব্যক্তি মজিবর রহমান। তিনি বলেন, ছয়মাস ধরে বাড়ি থেকে বের হইনি। এখোন হুইলচেয়ার নিয়ে বাড়ির বাহিরে যেতে পারবো।