সিসি নিউজ।। ‘নীলফামারীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভুমিকা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (২৬মে) বিআরডিবি সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি বক্তব্য দেন।
নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিকরুল হক বক্তব্য দেন জনসচেতনতা মুলক এই প্রশিক্ষণে।
এতে বক্তারা উল্লেখ করেন সমাজের বড় একটি হচ্ছে যুব সমাজ। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধে যুবদের কাজ করার সুযোগ রয়েছে এবং প্রত্যক্ষ ভাবে তাদের এগিয়ে আসতে হবে।
সামাজিক কর্মকান্ডের পাশপাশি মানবিক এবং স্বেচ্ছাশ্রম দিয়ে সমাজকে বদলে দিতে পারে এই যুবরা।