সিসি নিউজ ।। বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সাধারণ সভা ও শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখা ওই সাধারণ সভা ও শাখা সম্মেলনের আয়োজন করে। গত শনিবার (২৮ মে) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের তৃতীয়তলায় হল রুমে ওই সাধারণ সভা ও শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি দীপক কুমার ভৌমিক। বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোনায়মুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক (পূর্বাঞ্চল) মো. আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক (পশ্চিমাঞ্চল) আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. হাদিউজ্জামান, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন খান, সংগঠনের ঢাকা শাখার সভাপতি হারুর-অর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান। সাধারণ সভার শুরুতেই সংগঠনের স্থানীয় শাখার সাধারণ সম্পাদকের ও অর্থ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হয়। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম। সাধারণ সভার সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক নিজামুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সদস্য রাশেদ হাবিব ও মাহাবুবার রহমান প্রমুখ। সংগঠনের স্থানীয় শাখার সদস্য মো. মোমিনুল ইসলাম সাধারণ সভাটি সঞ্চালনা করেন। এর আগে সাধারণ সভার শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াৎ ও গীতা পাঠ করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং ভাষা ও স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং সংগঠনের মৃত্যুবরণকারী সদস্য প্রকৌশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পারণ করা হয়। উক্ত সাধারণ সভা ও শাখা সম্মেলনে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।