• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

টেস্টে অধিনায়কত্ব করতে চান না মুমিনুল

সিসি নিউজ ডেস্ক ।। টেস্ট অধিনায়কত্ব করতে চাচ্ছেন না মুমিনুল হক। মুমিনুল নিজেই জানিয়েছেন এ কথা। আজ সন্ধ্যায় গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠকে বসেন মুমিনুল। পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব করতে না চাওয়ার ব্যাপারটা জানান মুমিনুল। এখন সিদ্ধান্ত বোর্ডের বলেও জানিয়েছেন তিনি।

অধিনায়কত্ব ছেড়ে দেওয়া-প্রসঙ্গে মুমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘নিজের খারাপ ফর্মের সঙ্গে দলের ভালো করতে না পারা বিষয়টি টেনে এনে মুমিনুল আরও বলেন, ‘যখন আপনি ভালো খেলবেন তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমিও ভালো খেলতে পারছি না। দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয় এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’

তাই এই মুহূর্তে অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিতে চান মুমিনুল, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি তাহলে ভালো হবে।’ নিজের সিদ্ধান্ত জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বিসিবিকেই দিলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘তাঁরা (বিসিবি) এখন সিদ্ধান্ত নেবেন। সামনের দুই তারিখ বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে মুমিনুল বলেন, ‘তিনি বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি আসলেই চাচ্ছি না।’

শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই আলোচনায় ছিল মুমিনুলের অধিনায়কত্ব। মুমিনুল সরে গেলে নতুন কে হতে পারেন তা নিয়েও আছে নানা জল্পনা। আলোচনায় নাম এসেছে সাকিব আল হাসানের। তবে নেতৃত্ব দৌড়ে থাকতে পারেন লিটন দাসও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ