খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন পেয়েছে ৩৫৭৪২, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ আনারস প্রতীকে পেয়েছে ২৪৪৭১ ও জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৪৬২ ও হেলিকপ্টার প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আরেফিন শাহ পেয়েছেন ২১৯টি ভোট।