
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মাদক মামলায় আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। বুধবার বেলা ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আরশেদ আলী ওরফে রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আরশেদ আলীর বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৪০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার। এ ঘটনায় স্বাক্ষী গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষনাকালে আসামী রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।