জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টায় নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করার পর শনিবার বিকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম মঈনউদ্দীন মামলার সূত্রে জানান , প্রতিবেশী সম্পর্কে দাদু হিসাবে দাদু হিসাবে পরিচিত নুরুল ইসলাম গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় শিশুটিকে দেখতে পেয়ে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়ীর শয়ন কক্ষে নিয়ে য়ান। সেখানে টেলিভিশনের ভলিয়ুম বাড়িয়ে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিশুটি সেখান থেকে দৌড়ে বাড়ী ফিরে তার মাকে ঘটনা জানায়।
পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে আদালতের হাজির করলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।